ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আর মাত্র ২দিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনায়। শেষ মূহূর্তে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন প্রার্থীরা।
গণসংযোগ আর পথসভার মধ্যদিয়ে তারা ভোটারদের কাছে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
সরেজমিনে দেখা গেছে, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দল বেধে প্রচার প্রচারণায় ব্যস্ত। প্রার্থীরা প্রতিটি এলাকায় গিয়ে তাদের উন্নয়নের ফিরিস্তির কথা তুলে ধরেন।
প্রত্যন্ত চর নারায়নপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী শহিদুল ইসলাম শহীদ সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ও বাজার এলাকায় জনগণের সাথে উঠান বৈঠক ও মতবিনিময়সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাকে বিজয়ী করা হলে এ ইউনিয়নের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বোপরি রাস্তার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার আপ্রাণ চেষ্টা করবেন।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের এ্যাড. আলমগীর কবীর, ঘোড়া প্রতীকের নাজির হোসেন প্রচারণা চালিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। তারাও ভোট প্রার্থনা করছেন।
এদিকে ভোটাররা বলছেন, একসময় এ ইউনিয়নটি সমৃদ্ধ ছিল। কালের বিবর্তনে পদ্মার ভাঙ্গনে পড়ে বিলীন হচ্ছে। এ ইউনিয়নে নৌপথই যাতায়াতের একমাত্র ভরসা। অধিকাংশ ভোটারদের অভিমত চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে যিনি উন্নয়ন করবেন তাকেই ভোট দিবেন। এবার তারা উন্নয়নের প্রতীককে ভোট দেবেন।
এদিকে চর অনুপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সেরাজুল ইসলাম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এসময় তিনি এই ইউনিয়নকে কেবল বসবাস উপাযাগী নয়, বরং ইউনিয়নবাসির জীবনমানেরও উন্নতি সাধন করার চেষ্টা করবেন। ইউনিয়নবাসীর চাহিদা অনুযায়ী সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।
ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিবেন। এছাড়া মোটরসাইকেল প্রতীকের জহিরুল হক বিশ্বাস (বুলু), চশমা প্রতীকের এস আব্দুল বাদী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।
তারাও উন্নয়ন করার ফিরিস্তি তুলে ধরছেন। সুন্দরপুর, মহারাজপুর, বারঘরিয়া ও রানিহাটি ইউনিয়নের কয়েকজন ভোটার বলেন, নির্বাচন আসলেই প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দেন। ভোট এলে প্রার্থীদের আনাগোনার কমতি থাকে না। ভোট শেষ হলেই তাদের দেখা পাওয়া যায় না। প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে সে মোতাবেক কাজ করে না।
তারা নির্বাচনের পর সব ভুলে যান।
ভোটাররা আরও বলেন, যারা উন্নয়ন করবেন তাদের এবার নির্বাচিত করা হবে। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যানসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৭৮৬ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন।