ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তির পক্ষে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
সোমবার সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু ভাই, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, আওয়ামী লীগ নেতা জিআরএম শাহজাহান ভাই, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারী এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সান্তাহার ইউপিতেই প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ হবে। এই ইউপিতে মোট ভোটার ২১ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১০ হাজার ৭৪৮ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৭ জন। নারী-পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।