ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মহানগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন রওজাতুস সালেহিন মসজিদ ও মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ইকবাল হোসাইন। এরআগে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন খতম করেন।
দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন, এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল ও মাননীয় রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী তানসেন ওয়াহিদ তাসকিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপুল, রাজশাহী উলাম কল্যান পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।