ধূমকেতু প্রতিবেদক : সংবাদকর্মী ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু বিতরণ করেছেন রাজশাহী অঞ্চলের পাঠক প্রিয় “দৈনিক গণধ্বনি প্রতিদিন” সম্পাদক ইয়াকুব শিকদার। শুক্রবার (২১ জানুয়ারী) বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। আগামী সোমবার (৩১ জানুয়ারি) চলমান থাকবে এ কার্যক্রম।
করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে শুক্রবার (২১ জানুয়ারী) নিজ দপ্তরে শীতবস্ত্র তুলে দেন সম্পাদক। চলমান পরিস্থিতিতে ও অসহায় শীতার্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন গণধ্বনি প্রতিদিন সম্পাদক। অসহায় শীতার্তদের ও দৈনিক গণধ্বনি প্রতিদিন এর নিজস্ব কর্মীসহ ২০০ জনের হাতে এই সহায়তা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইসমাইল হোসেন হুমায়ূন ও রাজশাহী ফটো এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসদ, সহকারী বিজ্ঞাপন ম্যানেজার শারমিন আখতার বর্ষা, আল আমিনসহ পত্রিকার অন্যান্য স্টাফবৃন্দ।
ইয়াকুব শিকদার বলেন, রাজশাহীর গণমানুষের প্রতিচ্ছবি হচ্ছে গণধ্বনি প্রতিদিন, নানা প্রতিকুলতার মধ্যেও মানুষের কল্যাণে পত্রিকাটি অবদান রাখছে। করোনার সময় মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছি। চলমান পরিস্থিতিতে গণধ্বনি প্রতিদিন ও অসহায় শীতার্তদের পরিবারের পাশে থাকাবে এছাড়াও সরকারি নির্দেশ পালন করে জনসাধারণকে ঘরে থাকারও অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিবছর আমরা অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এবারো শুরু করেছি। শুক্রবার (২১ জানুয়ারী) থেকে আগামী সোমবার (৩১ জানুয়ারি) চলমান থাকবে এ কার্যক্রম। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি সকলকে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান।