ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে শনিবার একজনকে আটক করেছে র্যাব। আটক বাবুল হোসেন ওরফে বাবু রাজশাহীর বাগমারা উপজেলার বড়সগুনা গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের নিজ বাড়ি থেকেই তাকে আটক করে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
দুপুরে র্যাব-৫ এর স্কট কমান্ডার ফ্লাইট ল্যাফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, ওই প্রতারক দুর্গাপুর উপজেলার জামলই মঙ্গলপুর গ্রামের বাসিন্দা তারিফ রাব্বানীকে (৩৮) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখান। এজন্য তিনি ১৪ লাখ টাকা দাবি করেন।
পরে রাব্বানী চেক ও নগদসহ কয়েক ধাপে মোট ১০ লাখ টাকা দেন। এছাড়া তিনি বাগমারার রামগুইয়া গ্রামের রবিউল ইসলামকে (২৩) সেনাবাহিনীর স্টেশন হেড কোয়ার্টারে সিভিল ‘অফিস সহায়ক’ পদে চাকরি নিয়ে দেওয়ার লোভ দেখিয়ে একইভাবে ৯ লাখ ৬৮ হাজার টাকা নেন। পরে তাকে একটি ভুয়া নিয়োগপত্র দেন। বিষয়টি জানতে পেরে আরেক ভুক্তভোগী তারিফ রাব্বানী র্যাবের কাছে একটি অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বিভিন্ন ব্যক্তির কাছে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তার নামে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।