ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামীরা হলো হাসিবুল (২৫), শামীম (২৬) ও বাদশাহ (২৪)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি ২০২২ রাত ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হতে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করে এবং ৪ জন পালিয়ে যায়। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
পলাতক আসামীদের বিরুদ্ধে আটক অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।