ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় শান্তোর প্রেমের প্রস্তাবে রাজী না হওয়াতে স্কুল ছাত্রীকে চর-থাপ্পর মারার অভিযোগ পাওয়া গেছে। শান্ত শেখ নামের এক যুবক স্কুল ছাত্রীকে সহপাঠী ও শিক্ষকের সমুখে চর-থাপ্পর এর ঘটনা ঘটায়।
গত ৫ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১২টায় বাঘা বঙ্গবন্ধু চত্বরের পশ্চিমে অবস্থিত একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানা যায়। স্কুলছাত্রী নিজে বাদী হয়ে এবিষয়ে পাকুড়িয়া ইউপির আলাইপুর হাজামপাড়া (শেখপাড়া) গ্রামের বাচ্চু শেখের ছেলে শান্ত শেখের বিরুদ্ধে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করে।
অভিযোগ সূত্র জানা যায়, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর হাজামপাড়া (শেখপাড়া) গ্রামের বাচ্চু শেখের ছেলে শান্ত শেখ দীর্ঘ ১ বছর থেকে এই স্কুলছাত্রীকে বিভিন্ন ভাবে প্রেম প্রস্তাব ও ইফটিজিং করে আসছে। স্কুল ছাত্রীটি শান্তোর প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন দিন নানান ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। ছাত্রী নিরুপায় হয়ে তার বাবা-মাকে জানাই। ছাত্রীর বাবার নিষেধে কিছুদিন বখাটে যুবক শান্তো বিরক্ত করা থেকে বিরত থাকে। স্কুলছাত্রীর বাবা গত ডিসেম্বর মাসে বিদেশে যাওয়ার পরে বখাটে শান্ত শেখ রাস্তাঘাটে পূর্বের ন্যায় আবার বিরক্ত করা শুরু করে। ০৫-০২-২০২২ ইং তারিখে প্রতিদিন এর ন্যায় বাঘা উপজেলা সদরে মুক্তিযুদ্ধা ভবনের সামনে আইডিয়াল কনফিডেন্স কোচিং সেন্টারে প্রাইভেট ও কোচিং করতে আসে স্কুলছাত্রী। বেলা ১২টার সময় প্রাইভেট ও কোচিং শেষে হওয়ার পূর্বে পরিকল্পিতভাবে কোচিং সেন্টারের আঙ্গিনায় প্রবেশ করে বখাটে শান্ত। ছাত্রী কে পুনরায় প্রেম ও বিয়ের প্রস্তাব দেয় সে।
কোচিং সেন্টারের শিক্ষক রিপন জানায়, আমার ছাত্রীর সাথে শান্ত নামের একজন যুবক কথা বলতে সেন্টারে আসে। আমি পরিচয় জিঙ্গাসা করলে ঐ যুবক তার ছোট ভাই এর বন্ধু পরিচয় দেয় আমাকে। তাদের কথা বলার একসময় ছাত্রীটি শান্তোর কথায় রাজি না হলে এবং কোন কথা না বলায় শান্ত শেখ ক্ষিপ্ত হয়ে ছাত্রীর হাত টেনে ধরে। ছাত্রী হাত ছেড়ে দিতে বললে রেগে গিয়ে কয়েকটি চর থাপ্পড় মারে মেয়েটিকে এবং সে বলে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাবে। সেই সাথে বিভিন্ন হুমকি ধামকি দিয়া শান্ত স্থান ত্যাগ করে।
উল্লেখ্য, বাঘা উপজেলার তেঁথুলিয়া স্কুলমাঠ থেকে ২৮ সেপ্টেম্বর ২০১৯ সালে ১৭১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল এই বখাটে যুবক শান্ত শেখ। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শান্ত শেখের পিতা বাচ্চু শেখ সহ তার পরিবারের অন্যান্যরাও বিএনপির রাজনীতির সাথে জড়িত। কিন্তু হঠাৎ এক ছাত্রলীগ নেতার হাত ধরে শান্ত শেখের ছাত্রলীগের রাজনীতিতে পদার্পণ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, দলের হ্যাবিওয়েট নেতাদের সাথে সেলফি তুলে নিজ ফেসবুকে (সামাজিক যোগাযোগ মাধ্যমে) পোস্ট করে নিজেকে দলিও ব্যক্তিতে প্রকাশ করে আসছে এই মাদক ব্যবসায়ী শান্ত। সেই সাথে দলের প্রভাব খাটিয়ে নিজের অনৈতিক মাদক ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মেয়েদের ইফটিজিং করা ব্যক্তিকে কোন ছাড় দেওয়া হবে না। অভিযোগের ভিত্তিতে আটকের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।