ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে চারজন রোগীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমিত দু’জন রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মৃতদের দু’জনই রাজশাহী জেলার বাসিন্দা এবং দু’জনই পুরুষ। এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং অন্য জনের বয়স ষাটোর্ধ।
এছাড়া করোনা উপসর্গ না থাকার পরও করোনা ইউনিটে চিকিৎসাধীন আরও দু’জনের মৃত্যু হয়েছে। তাদের একজন রাজশাহীর, অন্যজন পাবনা জেলার বাসিন্দা।
এই ইউনিটে ১৪৬ শয্যার বিপরীতে গতকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত ৬০ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৪৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন পাঁচ জন। এই ৬০ জনের মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের চার, নওগাঁর নয়, নাটোরের সাত, পাবনার দুই, কুষ্টিয়ার দুই, চুয়াডাঙ্গা এক, সিরাজগঞ্জ এক ও ঝিনাইদহের এক জন রোগী আছেন।