ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, মোহনপুর থানা ৭ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৬ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ আবু কালাম আজাদ ওরফে বাবু (৪৩) কে ৭২০মিলিলিটার এ্যালকোহল, আতাউর রহমান ওরফে আতাবুর (৪২) কে ১২লিটার দেশীয় তৈরী চোলাইমদ, গোলাপ মোস্তফা ওরফে গোলাম (৪২) ও ফিরোজ সরদার (৩৭) কে ১৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে এবং ২০ লিটার দেশীয় মদ তৈরির উপাদান উদ্ধার করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩০) কে ২০ গ্রাম গাঁজা এবং আঃ মতিন (২৬) কে ১.৩ গ্রাম হেরোইনসহ আটক করে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১৫ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।