ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে এগারতম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রæভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল ¯øাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
এসময় উপস্থিত ছিলেন, সদস্য রাসিক-২ এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।
এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলামের সঞ্চালনায় সভায় কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
ডায়লগ কর্মশালায় গত সভার সিদ্ধান্ত সমুহ নিয়ে আলোচনা হয়। আলোচনায় বলা হয় বস্তি এলাকায় রাস্তা, বর্জ্যব্যবস্থাপনা ও পানি ও পয়নিস্কাশনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজজ্জামান এর নিকট একটি আবেদন করা হয়েছে। এই পরিকল্পনা বর্তমান অবস্থা এবং এর কার্যক্রম সম্পর্কে কতটুকু এগিয়েছে তা নিয়ে মাচ মাসের ২ থেকে ৪ তারিখের মধ্যে মেয়রের সাথে বসার সিদ্ধান্ত হয়। সেইসাথে সাবমার্শিবল পাম্প স্থাপন এবং সমাজসেবা থেকে নানাবিধ সহযোগিতা সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও বস্তিবাসীর বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার এর সমস্যা নিয়ে আলোচনা হয়।
এদিকে রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার বলেন, যুব উন্নয়ন থেকে ১৮-৩৫ বছরের যুবক-যুবতীদের সরকারী খরচে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইড কিংবা যুব উন্নয়ন অফিস থেকে তা সংগ্রহ করার কথা বলেন। এছাড়াও তিনি কারিতাস এর প্রতিনিধির নিকট একটি বিজ্ঞপ্তির কপি তুলে দেন।
সভাপতির বক্তব্যে কামরুজ্জামান কামরু বলেন, কোর্ট স্টেশন থেকে বহরমপুর পর্যন্ত বস্তিবাসীর জন্য সিডিসির মাধ্যমে স্যানিটারী পায়খানা স্থাপনসহ মেয়রের সাথে আলোচনা সাপেক্ষে তাঁর ওয়ার্ডের পশ্চিম দিকে রেললাইন ধরে ঢালাই রাস্তা, ড্রেন এবং আরো প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।