ধূমকেতু প্রতিবেদক : নগরীতে ১৭ দফা দাবিতে তরুনরা স্মারকলিপি প্রদান করেছে। নগরজুড়ে স্বয়ংক্রিয় ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন, শিরোইল বাস র্টামিনাল ও ঢাকা বাস র্টামিনালকে সরিয়ে নওদাপাড়া বাস টার্মিনালে স্থানান্তর, নগরজুড়ে প্রবীণ-প্রতিবন্ধী ও নারী-শিশুবান্ধব ফুটপাত নির্মাণ করাসহ ১৭ দফা দাবি জানিয়েছেন রাজশাহীর তরুণরা।
‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস নামের একটি সংগঠনের পক্ষ থেকে সোমবার এসব দাবি জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা প্রশাসক আব্দুল জলিল এবং নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিকের স্মারকলিপি দিয়েছে।
এছাড়া বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম এবং নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার অনির্বাণ চাকমাকে স্বারকলিপির অনুলিপি দেওয়া হয়েছে।
ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ রিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রজন, কার্যনির্বাহী সদস্য শাওন ইসলাম এবং সাধারণ সদস্য জনি প্রামানিক যৌথ স্বাক্ষরিত এ স্বারকলিপিতে ১৭টি দাবি জানানো হয়।