ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় আজিজুল মণ্ডল নামে এক স্কুলছাত্রের খোঁজ পাচ্ছে না তার পরিবার।
সোমবার ঝলমলিয়া হাটে গিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
নিখোঁজ আজিজুল পৌর সদর এলাকার পূর্ব কাঁঠালবাড়িয়ার তসলিম উদ্দিনের ছেলে ও ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
আজিজের চাচাতো ভাই তুহিন জানান, আজিজ কৃষক পরিবারের ছেলে। তাই তিনি পড়াশোনার পাশাপাশি হাটবারে ঝলমলিয়া হাটে ব্রিজের ওপর সবজি কেনাবেচা করেন। সোমবার সকালে ব্যবসার উদ্দেশে বাহির হন আর বাড়িতে আসেননি। আমাদের সকল আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান মিলেনি।
তিনি আরও জানান, মঙ্গলবার থানায় এসেছি জিডি করতে।