ধূমকেতু প্রতিবেদক : ২০-২৫ ফেব্রুয়ারী পর্যন্ত বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে দাতা সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি স্থাপনে বাধা ও বৈষম্য নিরসনে এ্যাডভোকেসী প্রকল্প এর আওতায় নগরীর হরিজন পল্লী, রবিদাস পল্লী সহ নগরীর বিভিন্ন স্থানে হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি স্থাপনে ধর্ম যার যার দেশ সবার স্লোগান সম্বলিত পোস্টার/স্টিকার ক্যাম্পেইন অনুষ্টিত হয়।
ক্যাম্পেইনকালে লফস পরিবারের সদস্য সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, মেহেদি হাসান ও সুপারভাইজার টুম্পা পাল অংশ গ্রহণ করে।