ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী আইনজীবী সমিতি-২০২২ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী সকলকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফোরামের সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদুল হাসান খান (মুক্তা)।
শনিবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদীসহ সকলের সাফল্য কামনা করে রাজশাহী আইনজীবী সমিতির স্বার্থ সংরক্ষণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তারা আশা প্রকাশ করেন যে, দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আদালত প্রাঙ্গণে বিচারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।