ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে উদ্দেগ্যে এইড ফাউন্ডেশনের সহযোগিতায় Orientation on Tobacco advertising, promotion and sponsorship (TAPS) Ban Violation and Tobacco Trade Licensing Survey বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ ফেব্রুয়ারী) নগরীর ঘোড়ামারাস্থ নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক।
প্রশিক্ষণ কর্মসূচী উদ্ধোধন করেন, লফস এর নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন।
প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি কর্পোরেশন এর সহযোগিতায় সিটি এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে জরীপের মাধ্যমে চিহ্নিত করণ করবে।
উক্ত তালিকা রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির নিকট ট্রদান করা হবে।


