ধূমকেতু প্রতিবেদক : মডার্ন বক্সিং ক্লাবের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৬টায় ১৩ তম এসে গেমসে মডার্ন বক্সিং ক্লাবের সাফল্য অর্জনকারী বক্সারদের সংবর্ধনা দেয়া হয়েছে। সাফল্য অর্জনকারী বক্সারগণ হলেন যথাক্রমে রবিন জিয়া, সজীব, আরিফ হোসেন ও আল আমিন।
রেফারীদের মধ্যে ছিলেন, জাতীয় রেফারী জাজ রকিবুল হক তুহিন, হাফিজ, টিপু, সুমন, খাইরুল ও জনি। তাদের হাতে মডার্ন বক্সিং ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার।
তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে দেশ ও জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দেয়া যেতে পারে। আজ যারা সাফল্য অর্জন করেছে তারা রাজশাহীর সুনাম বয়ে এনেছে। আরো ভাল খেলা উপহার দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে হবে। একদিন দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে। আজ জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরা কবে ক্রিকেটারদের মত করে দেশের মুখ উজ্জ্বল করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুল হক সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক (প্রশাসন) খায়রুল আলম ফরহাদ, মহিলা কাউন্সিলার উম্মে সালমা বুলবুলি ও চিত্র পরিচালক ও প্রকাশক শেখ সাইদুর রহমান সাইদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মডার্ন বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আজম মাসুদ। এছাড়াও সংস্থার অন্য সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।