ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রাজশাহীর চারঘাটে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পল্লী বিদ্যূত মোড় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক ইউনুচ আলী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজমুল হক, সাবেক ছাত্রনেতা মুরাদ পাশা প্রমুখ।
সভায় চাল, ডালসহ নিত্যপণ্যের উর্দ্ধগতির প্রতিবাদসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।