ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা মহিলাদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিদ্যুৎ, গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের পূর্বে মহিলাদলের নেতৃবৃন্দ নগরীর সাগরপাড়া মোড় হতে বিক্ষোভ মিছিল বের করেন। নেতৃবৃন্দ মিছিল নিয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নিত্য পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিববাদে ¯েøাগান দেন। এসময়ে শহরের জনগণ ও পথচারীরা হাত নেরে তাদের প্রতি সমর্থন জানান।
সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ও জাকিরুল ইসলাম বিকুল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, সাংগঠনিক সম্পাদক রতœা বেগম, বাঘা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাপলা আকতার, আড়ানী পৌরসভার সভানেত্রী রুনা লায়লা।
আরও উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী মেরিনা, দিল আফরোজ রুমি, কোহিনুর হোসেন, তহমিনা, সোনিয়া, রিতা, পিয়ারী বেগম, রোজি, ফাতেমা, হাফিজা ও রোজিনাসহ প্রায় পাঁচ শতাধীক নারী নেতাকর্মী।