ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সাহাবাজ আলী নামের এক মাদক ব্যবসায়ী খুন হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাবাজ আলী ওই এলাকার আব্দুল জাব্বার আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত ২০/২২ দিন পুর্বে তাতারপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী কামাল হোসেন ও তার সহদ্বর কাফেল কে মাদকসহ আটক করে র্যাব-পুলিশের যৌথ দল। এরপর তাদের আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর আটক মাদক ব্যবসায়ী কামাল হোসেন আদালতের মাধ্যমে সোমবার জামিনে মুক্ত হয়ে এলাকায় আসে।
তিনি আরও জানান, পরে কামালসহ তার ভাইকে ধরিয়ে দেয়ার সন্দেহে নিহত মাদক ব্যবসায়ী সাহাবাজকে মোবাইল ফোনে হুমকি ধামকি দেয়। তারই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত সাহাবাজ নিজ গ্রামের মন্ডলপাড়া এলাকার আক্কাসের মোড়ে বসে গল্প করার সময় অতর্কিত ভাবে পেছন দিক থেকে একই এলাকার মনোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন ৭/৮ জন দলবল নিয়ে সাহাবাজকে এলোপাতারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় সাহাবাজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাহাবাজ মৃত্যুবরন করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।