ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস।
সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রুয়েটে এই দিবস পালনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০ টায় প্রশাসনিক ভবন থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে পুস্পস্তব অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। এছাড়া শিক্ষক সমিতি, কর্মকতা সমিতি রুয়েট, কর্মচারী সমিতি এবং বিভিন্ন হল, বঙ্গবন্ধু কর্মকর্মকর্তা পরিষদ, রুয়েট শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু চত্তর সংলগ্ন স্থানে সকাল ১০:২০ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
এরপর সকাল সাড়ে ১০ টায় রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
বেলা ১১ টায় প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম দিবস উপলক্ষে কেক কাটেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। এরপর এই মহতি দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন, তড়িৎ ও কম্পিউটার অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত।
আরো বক্তব্য রাখেন, রুয়েট শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন, ডেপুটি রেজিস্ট্রার রোকনুজ্জামন, ছাত্রলীগ রুয়েট শাখার সহ সভাপতি আহমেদ লতিফ ও এম.এম. হায়দার তমাল, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন শুভ প্রমুখ।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-ছাত্রকল্যাণ পরিচালক মামুন-আর-রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল, আইপিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুর রহমান, ছাত্রকল্যাণ উপ-পরিচালক আবু সাঈদ, কর্মকর্তা সমিতি আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরী প্রমুখ।
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোষ্ট, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।