ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল দেশসেরা কলেজটি।
দিবসটি উপলক্ষ্যে কলেজের প্রশাসন ভবনের সামেনে থেকে র্যালী বের হয়ে মহানগর আওয়ামী লীগ পার্টি হয়ে আবার কলেজে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী কলেজ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর ওয়ালিউর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ কলেজের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১১ টার দিকে কলেজের মিলনায়াতনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ওয়ালিউর রহমান শিক্ষা পরিষদ প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইব্রাহিম আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শারমিন আকতার, পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে কলেজের অঙ্গ সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। এদিন সকাল ১০টার দিকে কলেজ বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরালে শ্রদ্ধা জানায় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রধান পৃষ্ঠপোষেক রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, উপাধ্যক্ষ প্রফেসর ওয়ালিউর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, উপদেষ্টা আজমত আলী, মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, আরসিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসনাত হাকিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস আলী দূর্জয়, নির্বাহী সদস্য আবু সাঈদ রনি, সদস্য বরুদ্দোজা, সুজন মাহমুদ, সজিবুল হৃদয়, আফসানা মিমি প্রমূখ।
পরে আরসিআরইউ’র কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।