ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচী পালন করে।
বৃহষ্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মহানগর আওয়ামী লীগের দোয়া মাহফিলে অংশগ্রহণ, দুপুর সাড়ে ৩ টায় সিএন্ডবি মোড়স্থ শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় অংশগ্রহণ।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বদরুজ্জামান খায়ের, ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, সহ সভাপতি মোতাহার হোসেন, বাবর আলী, আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক মোজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, তৌফিক এলাহী, অর্থ সম্পাদক আফজাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদস্য শরিফুল ইসলাম সাগর প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী রেলওয়ে ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার আলী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগ এর সভাপতি মেসবাউল হক ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, রাকাব কর্মচারী সংসদ সিবিএ কেন্দ্রীয় কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক আবু নাঈম ফজলে রাব্বী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীর লালু, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ, রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হোসেন শান্ত প্রমুখ নেতৃবৃন্দ।