ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মতিউর রহমানের মাতা মাজেদা বেগম (৭৯) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনী ১নং গলির নিবাসী মাজেদা বেগম বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ‘তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।