ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোভিড- ১৯ এর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ। চলবে ৩০ মার্চ পর্যন্ত।
বুধবার (২৩ মার্চ) বিকেল ৪ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২৮ মার্চ থেকে ৩০ মার্চ সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম চলবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাবি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যারা এখনো ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণ করেননি তারা নির্ধারিত তারিখ ও সময়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলে জানান। আগ্রহীদের যারা ১ম ডোজ গ্রহণ করেছে তাদের কে টিকাকার্ড সঙ্গে আনতে বলা হয়েছে।