ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুরে এসিডির আয়োজনে ইউনিসেফের সহযোগীতায় বুধবার বেলা ১১ টার সময় উপজেলা হল রুমে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কৈশরকালীন পুষ্টি কার্যকর বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।
সভা উপস্থাপনায় ছিলেন, এসিডির উপজেলা কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য ও প্রকল্পের অগ্রগতি অবহিত করেন, এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় পুষ্টি কর্মকর্ত আব্দুল্লাহ আল-আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, একাডেমীক সুপারভাইজার আব্দুল মতিন।
সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল কবির।
কৈশরকালীন পুষ্টির গুরুত্ব ও কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরীদের সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।