ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ হৃদয় (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (৩০ মার্চ) রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন হাটশিবপুর জাগিরপাড়াস্থ (কলাহাটা) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় নাটোর জেলার সিংড়া থানাধীন চাদপুর এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার (৩০ মার্চ) বিকাল ৫ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন হাটশিবপুর জাগিরপাড়াস্থ (কলাহাটা) এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারার মামলা রুজু করা হয়।