ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট ডিগ্রী কলেজ এর শিক্ষক ও কর্মচারীর বিদায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১২ টার সময় কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, অত্র কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন।
সভায় প্রধান অতিথি ছিলেন, গর্ভনিং বোডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম।
বক্তব্য রাখেন, গর্ভনিং বোডির সদস্য মুনসুর আলী, অধ্যাপক সুলতান আলী, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মোহসিন আলী, অধ্যক্ষ তাজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপধ্যক্ষ আনোয়ারুল হক হেনা।
বিদায়ী শিক্ষক ছিলেন, সহকারী অধ্যাপক আজিজ আহমেদ, মোহসিন আলী, তাজরুল ইসলাম ।
কর্মচারীদের মধ্যে জালালুর রহমান ও আবুল কালাম এর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।