ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চারুকলা মহাবিদ্যালয় (আর্ট কলেজ) কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপি ৮ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রদর্শনীর সমাপনী দিনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের লতা আর্ট গ্যালারিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার (তুহিন), প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, প্রফেসর আজাদী পারভিন।
আরও উপস্থিত ছিলেন, আর্ট কলেজের সহকারি অধ্যাপক দিলারা আখতার বানু, আঞ্জুমান আরা, হারুন অর রশিদ, মুসলিমা হাফিজ চৌধুরানী, আক্তারা পারভিন, প্রভাষক আশরাফুল হক রিপন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক জামাল উদ্দীন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আর্ট কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ রাজশাহী বেতারেরর আমন্ত্রিত শিল্পী আবরার আল ফাহাদ শৈশব মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা করেন।
প্রসঙ্গ, এর আগে গত ২৭ মার্চ রোববার বিকেল ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা। প্রদর্শনীতে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমের শতাধিক শিল্পকর্ম প্রদর্শন করা হয়। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।