ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা মিশুক, অটোরিক্সা ও অটো টেম্পু চালক ইউনিয়নের নবনির্বাচিত নেতবৃন্দ।
শনিবার (২ এপ্রিল) রাতে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় রাজশাহী জেলা মিশুক, অটোরিক্সা ও অটো টেম্পু চালক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম রনি, নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সহ অন্যান্য নেতবৃন্দ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।