ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১০ এপ্রিল) বিকেলে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এরপর হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হানিম্যান এঁর ২৬৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা।
রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার (হোমিও) আতাউর রহমান, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল মতিন প্রমুখ।