ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ যুবমৈত্রীর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেব বাজার জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন রাজশাহী যুবমৈত্রীর নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন, যুবমৈত্রীর মহানগরের সভাপতি মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্য দেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুল খালেক বকুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি মনিরুদ্দীন পান্না।
এসময় বক্তব্য রাখেন, যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য সাহারুল ইসলাম টিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুম আক্তার অনিক, জেলার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দীন বিদ্যুৎসহ যুবমৈত্রীর অন্যান্য নেতৃবৃন্দ।