ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এই উপলক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষক পরিষদ নতুন অধ্যক্ষের যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন। যোগদান শেষে নবনিযুক্ত অধ্যক্ষ প্রতিষ্ঠান চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
এরপর দুপুর ২টায় তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করেন।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।