ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জমি সংক্রান্ত ঘটনায় দু পক্ষের মারামারির ঘটনা ঘটেছে।
সোমবার (১১ এপ্রিল) উপজেলার গড়গড়ি ইউনিয়নের আরাজি চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামের দুই পরিবারে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বাঘা থানার এস আই স্বপন হোসেন জানান, আব্দুল জব্বার তার জায়গায় পাঁকা ঘর নির্মাণের কাজ করছিলেন। সেখানে কয়েক শতক জমি ফাঁকা ছিল। প্রতিপক্ষ গোলাম মওলা সেই ফাঁকা জমিতে ঘর উঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে দু’পক্ষের কথা কাটা কাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তবে দুই পরিবারের মধ্যে জমির দ্বন্দ্বে মামলা মোকাদ্দমা রয়েছে।
গোলাম মওলা দাবি করে বলেন, বাড়ির যাতায়াতের রাস্তার দক্ষিন পাশ্বে মামার বাড়ি। আর উত্তর পার্শ্বে আব্দুল জব্বার ও তার ভাই রুস্তম আলীর বাড়ি। আমি আমার জায়গায় ঘর তুলছিলাম আর তারা তাদের জায়গায় ঘর তুলছিল। কিন্তু আমার জায়গায় তারা ঘর তুলতে বাঁধা দেয়। এনিয়ে মারামারির ঘটনা ঘটে। এতে তার বিপক্ষে সরকারি এক চাকুরিজীবি অংশ নেয়। তার নাম রুস্তম আলী বলে জানান তিনি।
তার দাবি, প্রতিপক্ষের মারধরে তার পক্ষের মুসলি বেগম, মামুন হোসেন ও সামিয়ারা আহত হয়েছে। তবে তারা কেউ হাসপাতালে চিকিৎসা নেননি। এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেছেন গোলাম মওলা।
মুঠোফোনে জানতে চাইলে গোলাম মওলার প্রতিপক্ষরা কোন বক্তব্য দিতে চাননি। তবে সরেজমিনে কথা বলবেন বলে জানিয়েছেন।