ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক রহুল আমিন বাবলু, নাসিম খান, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, আল মামুন বাবু, মাইনুল ইসলাম মিন্টু, জামিলুর রহমান জামিল, সোহেল রানা ও ঈসমাঈল হোসেন রাহী সহ রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, মহানগর অধিনস্থ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
যুবদলের আলোচনা সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শাফিক।