ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান এ্যাসেসর বিশ্বজিৎ চক্রবর্তী (কার্তিক) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার (১৩ এপ্রিল) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র লিটন।
শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় বিশ্বজিৎ চক্রবর্তী (কার্তিক) এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাসিকের উপ-প্রধান এ্যাসেসর বিশ্বজিৎ চক্রবর্তী (কার্তিক)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।