ধূমকেতু প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (১৩ এপ্রিল) নগরীর কুমারপাড়া এলাকায় ফটোজার্নালিস্টের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, কোষাধ্যক্ষ মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল।
এছাড়াও সদস্য শরিফুল ইসলাম তোতা, কবীর তুহিন, ফরিদ আক্তার পরাগ, গুলবার আলী জুয়েল, মুক্তার হোসেন, কাবিল হোসেন, সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।