ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এখন বিনোদনের প্রধান আকর্ষনীয় স্থান পদ্মাপাড়। তাই বিশেষ দিনগুলোতে পদ্মাপাড়ে বেড়াতে যায় লোকজন। বাংলা নববর্ষেও তার ব্যতিক্রম ঘটেনি। তাপপ্রবাহ ও রোজাকে উপেক্ষা করে অনেকেই গিয়েছে পদ্মাপাড়ে ঘুরতে।
বাংলা নববর্ষ উপলক্ষে পদ্মা পাড়ে ঘুরতে গিয়েছিলেন ছয় কিশোরী। তবে নগরীর বড়কুঠি এলাকার পদ্মা পাড়ে বেড়াতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। তাদের প্রকাশ্যে এই মারামারির ৪৬ সেকেন্ডর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ছয়জন কিশোরী মারামারি করছেন। একে অপরের চুল ধরে টানা টানিসহ কিল ঘুষিও মারছেন। বিশেষ করে দুই কিশোরী এক পক্ষে এবং অপর পক্ষে রয়েছে চারজন। যাদের মধ্যে একজন শিশুও রয়েছে।
তাদের মারামারি দেখে এক নারী ও একজন পুরুষ গিয়ে থামানোর চেষ্টা করছে। তারা প্রথমে ব্যর্থ হলে আরোকজন ছেলে এগিয়ে আসে। এর পর তাদের সরিয়ে দেয়। তবে তাদের বাড়ি কোথায় তা জানা যায়নি।
কিন্তু একজন প্রত্যক্ষদর্শী মারামারির সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিওতে কমেন্টও করেছেন অনেকেই।