ধূমকেতু প্রতিবেদক, বাঘা : নির্বাচন হয়েছে দুই বছরের অধিক সময়, প্রতিদ্বন্দ্বিতা চলছে এখনো। আর তারি ধারাবাহিকতায় মিথ্যা অভিযোগ, মানহানি কর অপপ্রচার চালানো হচ্ছে প্রতিনিয়ত। এমনি এক ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগের শিকার রাজশাহীর বাঘা উপজেলার ৪নং মনিগ্রাম ইউপির ১নং ওয়ার্ডের সদস্য শফিকুর রহমান বাবু। মনিগ্রাম ইউনিয়নের ১নং (মীরগঞ্জ) ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করছেন ন্যায় ও নিষ্ঠার সাথে শফিকুর রহমান বাবু।
সাম্প্রতিক মুদি দোকানে মাত্র ১৫০টাকা বাকি খাওয়াকে কেন্দ্র করে মীরগঞ্জ রেশন বীজাগারের সামনে হয় ক্রেতা -বিক্রেতার মাঝে ঝামেলা। ঘটনার স্থানে উপস্থিত ছিলেন অনেকেই। তাদের মতো বাবু মেম্বারও ছিলেন উক্ত স্থানে। ঝামেলা দেখে একজন জনগণের প্রতিনিধি ও মানবিক ব্যক্তি হিসেবে এগিয়ে জান ঝামেলা নিরিশনে, বাবু মেম্বার সহ উপস্থিত এলাকাবাসীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় নিরশন হয় ঝামেলাটি। পরবর্তীতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষ লিখিত অভিযোগ করেন থানায়। তবে ঝামেলা নিরশন করতে যাওয়া মেম্বার বাবুই হয়ে যায় মারামারি ঘটনার হুকুমদাতা। এমনি অভিযোগে উল্লেখ করেন বিক্রেতা লালন হোসেন। বিষয় টা খুবই দুঃখ জনক ও নিন্দনীয় বলে দাবি এলাকাবাসীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, রেশন বীজাগারের সামনে সরকারি জমিতে অবৈধ স্থাপনা করে ব্যবসা করেন মীরগঞ্জ ভানুকর গ্রামের আব্দুল হামিদের ছেলে লালন হোসেন। মাত্র ১৫০ টাকা বাকি নিয়েছিলেন প্রতিবেশী এলাহী বকশের ছেলে রাসেল। বাকি পরিশোধ করতে দেরি হওয়ায় রাসেলের সাথে দুর্ব্যবহার করেন লালন হোসেন। পরবর্তীতে রাসেলের বাকি টাকা পরিশোধ করে তার পিতা এলাহী বকশ।সে সময় বাবু মেম্বার সহ অনেকেই উপস্থিত ছিলো ঘটনার স্থানে। এলাকাবাসী ও বাবু মেম্বারের সহযোগিতায় তাদের ঝামেলা মিটিয়ে দেয়। কিন্তু মীরগঞ্জ বাজার পাড়া গ্রামের আবদুর রউফ এর ছেলে সোহেলের প্রোরচনায় থানায় লিখিত অভিযোগ করেন দোকানদার লালন। সেই অভিযোগে হুকুমদাতা হিসাবে নাম দেওয়া হয়েছে বাবু মেম্বারের। বিগত মনিগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে মীরগঞ্জ ১নং ওয়ার্ডে মেম্বার পদে সোহেল ও বাবু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বাবু মেম্বারের পিতা মরহুম আব্দুর রহমান ৪ নং মনিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। সেই সাথে এলাকায় একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত শফিকুর রহমান বাবু। একদিকে সাবেক চেয়ারম্যান এর সুযোগ্যা সন্তান শফিকুর রহমান বাবুর রয়েছে এলাকাবাসীদের কাছে শান্ত, ভদ্র, পরোপকারী স্বভাবের কারণে ব্যাপক পরিচিতি ও গ্রহণ যোগ্যতা, অন্যদিকে সুবিধাবাদী ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা কারি সোহেল। জনগণ বাবুকেই ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করে। নির্বাচনে বাবুর কাছে পরাজিত হওয়ার পর থেকে সোহেল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র, মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার লোকজনদের দিয়ে। লালনের অভিযোগের সাক্ষী সাগর আলী সোহেলের শশুর। এলাকায় সোহেলর অবৈধ ও অনৈতিক কর্মকান্ডে প্রতিবাদ করেনা কেউ ভয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, মাত্র ১০০/১৫০ টাকার দোকান বাঁকীর বিষয় ঝামেলা হয়েছে। বাবু মেম্বার হিসেবে না হলেও একজন মানুষ হিসেবে বাবু সেটা মিমাংসা করতে গিয়েছে। সেটা যে কেউই করবে তবে একজন জনপ্রতিনিধিকে হুকুমদাতা হিসাবে অভিযোগে নাম দেওয়া মোটেও উচিৎ হয়নি লালনের। এটা ষড়যন্ত্র ছাড়া আর কি? তাছাড়াও বাবুর নামে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার মিথ্যা কথা বলে অপপ্রচার করছে সোহেলের শশুর সাগর আলী সহ তার লোকজন। সোহেলের বিষয়ে অনেক অভিযোগ রয়েছে। সে কিছুদিন আগে অবৈধভাবে নদী থেকে ভরাট বালি উত্তোলন করছিল, যেটা বাবু মেম্বারের সহায়তা বন্ধ করতে সক্ষম হয়েছে সাধারণ জনগণ। যা বিভিন্ন পেপার প্রত্রিকায় ও এসেছিল। সে সম্মানিত পরিরারের সন্তান, তারা পারিবারিক ভাবেই অনেক জায়গা- জমির মালিক । তার মাদক ব্যবসায়ীদের কাছথেকে টাকা নেওয়ার কোন কারনি দেখিনা। এটা নিহায়েত অপপ্রচার ছাড়া কিছুই না।
এ বিষয়ে শফিকুর রহমান বাবু মেম্বার বলেন, আমি খুবই কষ্ট পেয়েছি। মারামারির ঝামেলা মেটানোর অপরাধে আমাকে দোষী বলা হয়েছে। এলাকার সকলের সাথেই আমার সুসম্পর্ক রয়েছে। আমি নিজে কোন প্রকার অবৈধ কাজ করি না এবং অবৈধ কাজের সাথে যারা যুক্ত থাকে তাদের আমি মন থেকে ঘৃণা করি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে কে আমাকে ভোট দিয়েছে আর কে দেয়নি এই কথাটি আমি চিন্তা করি না। আমি ওয়ার্ডবাসীর সেবক হিসেবে ন্যায় ও নিষ্ঠার সাথে সকলকে নিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করি।
তিনি সেই সাথে আরো বলে, আপনারা এলাকায় গিয়ে মানুষ কে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি কোন অবৈধ কাজের সাথে যুক্ত আছি কিনা? কেউ যদি আমার অবৈধ কাজের সাথে যুক্তথাকার বিষয় প্রমাণসহ দিতে পারে? তাহলে আমি ইউপি সদস্যের পদ থেকে নির্দ্বিধায় অব্যাহতি নিবো এবং এলাবাসীদের কোনদিন মুখ দেখাবোনা।
এ বিষয়ে বাবু মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার কারিরা কোন প্রকার প্রমাণ দিতে সক্ষম হয়নি এবং সাংবাদিক দের সঙ্গে কথা বলতে চাইনি তারা ।
বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই নিঃ) তৈয়ব আলী বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে নতুন করে ঝামেলা সৃষ্টি যেন না হয় সেই বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়েছে।