ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫৭ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত হলো, কুসুম বেগম (২৭)। সে মতিহার থানার চরশ্যামপুর গ্রামের সুজনের স্ত্রী।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ৭ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মহিলা অটোরিক্সা যোগে ইউসুফপুর থেকে ইয়াবা নিয়ে মিজানের মোড়ে আসবে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ৭ টায় কাটাখালী থানার চককাপাশিয়া এলাকায় ছদ্মবেশে অবস্থান করে আসামী কুসুম বেগমকে ৫৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।