ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মতিন আলী (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড় টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন চিতল পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মতিন রাজশাহীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডি উত্তরপাড়া এলাকার মোন্তাজ আলীর ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন চিতল পুকুর গ্রামস্থ জনৈক সাইফুল ইসলাম এর নির্মাণাধীন পাঁকা বাড়ীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মতিন আলীকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারার মামলা দায়ের করা হয়েছে।