IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটকবাঘায় বাপা’র প্রয়াত সভাপতি ফরজ আলী’র স্মরণ সভাযানজটে নাকাল ভবানীগঞ্জ কলেজ মোড়মোহনপুরে আওয়ামী লীগের এক নেতা আটক, অপরজনকে জনতার গণধোলাইনাকইলে আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণপাবনায় ডেভিল হান্টে ২৪ ঘন্টায় গ্রেফতার-১১রায়গঞ্জে সুতার মিলে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরামহাদেবপুরে ছাদ থেকেপড়ে যুবকের মৃত্যুপোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটকরাণীনগরে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭কুষ্টিয়ায় আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলামান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়‘সম্পত্তির ভাগ সবাই পেলেও নিজের লেখাপড়ার ভাগ কেউ পাবে না’তারাগঞ্জ শিক্ষাব্যবস্থা ব্যাহত, কর্তৃপক্ষ নিরবপোরশায় আ.লীগ নেতা আটক
Home >> রাজশাহী >> রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরীতে ‘কোহা (ওপেন সোর্স)’ এর যাত্রা শুরু

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরীতে ‘কোহা (ওপেন সোর্স)’ এর যাত্রা শুরু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরীতে যাত্রা শুরু হলো Library Automation based software “Koha (Open Source)”-এর কার্যক্রম।

এই সফটওয়্যারের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেরাই বই ইস্যু করতে পারবে। কোন বই কোন গ্যালারীতে আছে, বইটি লাইব্রেরীতে আছে কিনা থাকলে কয়টা আছে, না থাকলে কার কাছে আছে, কবে নাগাদ বইটি পাওয়া যেতে পারে অতি অল্প সময়ে সহজেই তা খুজে পাওয়া যাবে। প্রত্যেক ছাত্র এবং শিক্ষকদের নিজস্ব একটি ইউজার আইডি থাকবে। এর মাধ্যমে অনলাইনে জানা যাবে তার কাছে কয়টা বই আছে। বই ফেরত দিতে দেরী হলে কত টাকা জরিমানা হয়েছে তা নিজেরাই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। বই ফেরত দিতে দেরী হলে তাদের নম্বরে মেসেজ এবং স্বয়ংক্রিয়ভাবে ইমেইল চলে যাবে। এই প্রক্রিয়ার মাধ্যমে লাইব্রেরী স্টাফ-কর্মকর্তাদের অনেক সময় বেচে যাবে এবং সেবা দেওয়া সহজতর হবে।

এই অটোমেশনটি Open Source software “Koha” এর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। অটোমেশন প্রক্রিয়ার আওতায় ইতিমধ্যে ৩০ হাজার বই যুক্ত হয়েছে। বিশ্বের বড় বড় লাইব্রেরীগুলোতে এই সফটওয়্যারটি ব্যবহার করে আসছে। রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরী “Koha” সফটওয়্যার এর মাধ্যমে Library of congress সহ বিশ্বের বড় বড় লাইব্রেরীর সাথে যুক্ত হয়ে বিশেষ সুবিধা পেতে থাকবে।

লাইব্রেরী সংশ্লিষ্টরা বলেন, “বর্তমান ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং সার্বিক সহযোগিতায় লাইব্রেরীর অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক ও লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, যন্ত্রকৌশল অনুষদের অধ্যাপক ড. ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলমসহ বিভিন্ন বিভাগ/দপ্তর/শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ বলেন, এই অটোমেশন প্রক্রিয়া শুরুর মাধ্যমে রুয়েটের ছাত্র শিক্ষকের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো এবং এর মাধ্যমে সুফল পাবেন রুয়েটের সকল ছাত্র/ছাত্রী শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

তিনি আরও বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র হাত ধরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। লাইব্রেরী অটোমেশন সফটওয়্যার Koha চালু হওয়ার মধ্য দিয়ে রুয়েট প্রধানমন্ত্রী ঘোষিত ৪র্থ শিল্প বিপ্লরের অংশীদার হিসেবে আরোও একধাপ এগিয়ে গেলো।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news