ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার সাংবাদিক সমাজের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমাজের সভাপতি রেজাউল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক কে এম রেজা, এছাড়াও সাংবাদিক সমাজের সকল সহকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির রেজাউল ইসলাম লিটন বলেন, যে কোন বিষয়ে সংবাদ পরিবেশন করার পূর্বে বিষয়টি সঠিক ভাবে বিশ্লেষণ করতে হবে। হিংসাত্মক মনোভাব নিয়ে কোন নিউজ করা যাবে না। সর্বোপরি পাঠকরা জানো সঠিক খবরটি পড়তে পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
ইফতারের পূর্ব মুহূর্তে দোয়ার আয়োজন করা হয়। সকলের সমস্ত গুনা গুলো মাফ চাওয়া হয় মহান আল্লাহ দরবারে এবং সঠিকভাবে পরিপূর্ণ রোজা রাখতে পারে সেই তৌফিক দান করুক। দেশের সর্বস্তরের মানুষকে আল্লাহ যেন হেফাজত করে।