ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ওয়াশব্লক ও দ্বিতল ভবন উদ্বোধন ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধী জনদেরকে নিয়ে সোমবার (১৭ এপ্রিল) মাদরাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আককাছ আলী।
সুপার মাওলানা নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী, দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী শাহ,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মানিক মালাকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদ আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্তজা, প্রভাষক আব্দুল হান্নান, লিখন মোল্লা,হুমায়ন কবির, ইসরাফিল হোসেন রনি সরকার, বেলাল হোসেন প্রমুখ।