ধূমকেতু প্রতিবেদক : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি গঠন করেছিলেন।
কৃষক লীগের ৫০বছর পূর্তি উপলক্ষে সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে সি এন বি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করেন, রাজশাহী জেলা কৃষক লীগের নেতাকর্মীগণ।
এরপর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও আলোচনা সভা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম, সহ সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি বিমল সরকার, সহ সভাপতি মাহাবুব আলম।
আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ হোসেন উজির, এনামুল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, বজলে মামুন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম।
এছাড়াও সাধারণ সম্পাদক ইমন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।