ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পদ্মার চরাঞ্চলেরর চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে কামাল হোসেন, তাহের শিকদারের ছেলে খোকন শিকদার, পলাশি ফতেপুর গ্রামের আমির মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম, আশরাফপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে উজ্জল হোসেন ও আফতাব খানের ছেলে ফরিদ হোসেন।
পুলিশ জানায়, প্রতিদিন বসতো জুয়ার আসর। সেখানে হাজার হাজার টাকার জুয়া খেলা হতো। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানার অফিসার (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।