ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।
১৮৬ (একশত ছিয়া’শি) জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৪০০ (চার) শত টাকা করে প্রদান করা হয়।
বৃহসপতিবার (২৮ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে এই অর্থ তুলে দেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি পাপিয়া সুলতানা ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।
নির্বাহী অফিসার তার বক্তব্য বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমরা কেউ যেন অনচার না করি। তারাও সমাজের একজন। পারলে তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন সদস্য সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রতিষ্টা পরিচালক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মাজেদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক।