ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে পবা-মোহনপুর ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি ঈদ উপহার তুলে দেন।
শনিবার (৩০ এপ্রিল) উপজেলা চেয়ারম্যান এর বাস ভবনে ইফতার আয়োজন করেন। ইফতারের পর সকল সাংবাদিকদের মাঝে ঈদ উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, বাকশিমইল ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়েত হোসেন উজ্জ্বল, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য হুমায়ন কবির, ইসরাফিল হোসেন রনি, বেলাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রতন মাস্টার, সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, সহ সভাপতি রিপন আলী, সাংগঠনিক সম্পাদক মোতাহারুল হাসান সুমন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান।
এছাড়াও প্রচার সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সাগর ইসলাম অভি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস, সদস্য সাইদুর রহমান, জুয়েল রানা, মুখলেসুর রহমান ও উপজেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।