ধূমকেতু প্রতিবেদক : নতুন রুপে রাজশাহী মহানগরীতে কোয়ালিটি সুপার কেক হাউজের উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মে) বিকালে নগরীর শিরোইল মঠপুকুর মোড় সংলগ্ন কেক হাউজ কারখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম আজব, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবু বাক্কার, সহ সম্পাদক সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি পীযুষ কান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন সরকার, ভদ্রা মোড়ের ব্যবসায়ী নেতা জয়নাল আবেদিন চাঁদ, সাত্তার প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন শিরোইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ সর্টসার্কিট হয়ে কোয়ালিটি সুপার কেক হাউজ কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর থেকেই অস্থায়ীভাবে কারখানাটি কার্যক্রম বন্ধ ছিল। নতুনভাবে তৈরী করে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে কারখানাটি চালু করেন কারখানার প্রোপাইটর আফসার আলী মন্ডল। তিনি ব্যবসায়িক কার্যক্রম খুব সুন্দর ভাবে চালাতে পারে সেজন্য সকলের নিকট দোয়া এবং সহযোগীতা কামনা করেছেন।