ধূমকেতু প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ফুসফুসের সমস্যাজনিত কারণে অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭নং চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার আশু সুস্থ্যতা কামনা করেন রাসিক মেয়র।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবির ছেলে ফয়সাল ইসলাম। তার শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. মনন কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. আতিকুল ইসলাম রাশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।