ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ২০২১-২০২২ অর্থবছরের সহযোগীতায় বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১ টার সময় মহব্বতপুর উচ্চ বিদ্যালয় হল রুমে, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী, হত-দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ।
বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মুকছেদ আলী, আফাজ উদ্দিন, আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব রাকিবুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থী। পরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন।